ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে স্বাগতিক শেরপুর জেলা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলায় নেত্রকোনা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর। ২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টের ফাইনালে শেরপুর জেলা দল নেত্রকোনাকে ৮ উইকেটে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে নেত্রকোনা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন সাদ্দাম। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মন্থর গতির ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে শেরপুর। তবে শেষদিকে শেরপুর জেলা দলের সোহাগের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় শেরপুর। ৫টি ছয় ও ২টি চারের সাহায্যে ৩৮ রান করেন সোহাগ। অনবদ্য ব্যাটিংয়ের কারণে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টও নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল শেরপুরের সোহাগ।
পরে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজী পিপিএমের সভাপতিত্বে ওইসময় অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভুঁইয়া, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায়, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কমকর্তা মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুলসহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর পুলিশ লাইন্স ভেন্যুতে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে রেঞ্জের ৪ জেলা নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ ও স্বাগতিক শেরপুর জেলা দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অংশগ্রহণ করে।