রাজধানীর হাসপাতালে জ্বর-কাশি নিয়ে চীনা নাগরিক ভর্তি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : জ্বর ও কাশি নিয়ে রাজধানীর একটি হাসপাতালে এক চীনা নাগরিক ভর্তি হয়েছেন। সম্ভাব্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত-এমন বিবেচনায় তাকে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। তবে এখনো তার ভাইরাস পরীক্ষা হয়নি। আজ সোমবার দুপুরে তাকে ভর্তি করা হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা ওই রোগীর বিষয়ে শুনেছি। কিন্তু এখনো তার লালার নমুনা সংগ্রহ করা হয়নি। হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আজ বেলা আড়াইটার দিকে ওই চীনা নাগরিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য পরীক্ষায় তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ধরা পড়ে। সরকারের নির্দেশ অনুযায়ী তাকে বাতাসে ঋণাত্মক চাপ আছে-এমন একটি রুমে রাখা হয়েছে। এই রুমের বাতাস বাইরে যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ ওই চীনা নাগরিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তিনি এ মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে ঢাকায় এসেছেন। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মৃত মানুষের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশটিতে এই ভাইরাসে প্রায় ৩ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। Related posts:১৫ মে পাবনা যাচ্ছেন নবাগত রাষ্ট্রপতি, বরণে চলছে প্রস্তুতিপ্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রীবাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী Post Views: ২৩৫ SHARES জাতীয় বিষয়: