দেওয়ানগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ ফেব্রুয়ারি সকালে তিনকেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বকবান্দা গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি সকালে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন বাসযোগে ঢাকা যাওয়ার পথে দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী রহিমপুর নামক স্থানে যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদক কারবারি জাহিদুল ইসলামের কাছ থেকে তিনকেজি গাঁজা উদ্ধার করেন তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মাদক কারবারি জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।