এক স্বাক্ষরে বহিষ্কার, আরেক স্বাক্ষরে সোহাগের ঘরে এশা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ শ্যামলী নিউজ ডেস্ক : বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইশরাত জাহান এশা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোচিত এই নেত্রী ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছিলেন। এশার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, গতকাল বুধবার রাত ৮টায় পুলিশ কনভেনশন সেন্টার ইস্কাটনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। দুই বছর আগে এই ছাত্রলীগ থেকে এশাকে বহিষ্কারের আদেশে সোহাগেরও স্বাক্ষর ছিল। এখন আবার ‘এক স্বাক্ষরেই’ সেই এশাকে ঘরে তুললেন সোহাগ। উল্লেখ্য, পরবর্তী সময়ে তিনদিনের মাথায় এশার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ছাত্রলীগ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। Related posts:ইউএনও’র ওপর হামলা : প্রধান আসামি ৭ দিনের রিমান্ডেসৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১২১ হজযাত্রী'সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব' Post Views: ২০১ SHARES জাতীয় বিষয়: