মুজিববর্ষেই সব ঘরে বিদ্যুৎ পৌঁছাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের উৎপাদনে বাড়াতে কাজ করছে সরকার। মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর। আজ বুধবার ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা নতুন প্রজন্মকে এমনভাবে শেখাতে চাই যারা বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে তাল মিলিয়ে চলতে পারে। এজন্য প্রযুক্তির শিক্ষাটা একান্তভাবে দরকার। কর্মক্ষমতা ও কর্মসংস্থান বাড়াতে নতুন নতুন ক্ষেত্রও আমাদের প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, ৭ জেলা ও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি, পাশাপাশি ফেনীতে নির্মিত ১১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Related posts:মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীকেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধাকংক্রিটের অবকাঠামো নয়, পদ্মা সেতু আমাদের অহংকার: প্রধানমন্ত্রী Post Views: ২১৫ SHARES জাতীয় বিষয়: