শেরপুরে পাকুড়িয়া দরবার শরীফে ব্যাপক মানুষের ঢল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিলে এখন ব্যাপক মানুষের ঢল। সারা দেশ থেকে শান্তি ও কল্যাণকামী নারী-পুরুষের আগমন এখন বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিল অভিমুখে। ওরসের ৪ দিনে পর্যায়ক্রমে লাখো মানুষ সমবেত হবেন বলে আশা করছেন মাজার শরীফ কর্তৃপক্ষ। ওরস শরীফ উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও দরবার শরীফের পক্ষ থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তুফা আমীর ফয়সল মুজাদ্দেদী সকাল থেকে সমাবেতদের সাক্ষাৎ দেন। রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার রহমত কামনা ও বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ব উরস শরীফের শেষ দিনে বিশ্বওলী ফরিদপুরীর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। Related posts:নালিতাবাড়ীতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধনশ্রীবরদীতে লিগ্যাল এইডের উদ্যোগে মতবিনিময় সভানালিতাবাড়ীতে র্যাবের অভিযানে ৬৪ বোতল বিদেশি মদসহ ২ যুবক গ্রেফতার Post Views: ৩৬১ SHARES শেরপুর বিষয়: