নালিতাবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ ৩৫ টি ড্রেজার মেশিন ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নীতিমালা লংঙ্ঘন করে অবৈধ উপায়ে ভোগাই নদীর পাড় ভেঙে ও গর্ত করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৫টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোগাই নদীর নাকুগাঁও চারআলী ব্রিজের নিচে, তৎসংলগ্ন গুচ্ছগ্রাম ও স্থলবন্দর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সংলগ্ন স্থানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন। অভিযানকালে সরকারের নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলনের দায়ে ৩৫টি শ্যালু ইঞ্জিন দিয়ে তৈরিকৃত মিনি ড্রেজার মেশিন হাতুরি দিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান শ্যামলী নিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, পরিবেশ ও নদীর তীর রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে বালি বোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুনকলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৬১ জনের মনোনয়ন ফরম সংগ্রহশেরপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা Post Views: ২১৬ SHARES নালিতাবাড়ী বিষয়: