শ্রীবরদীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ “জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে শ্রীবরদী উপজেলা প্রশাসন এবং শেরপুর সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং তাদের স্বার্থ সংরক্ষণ, নতুন শ্রমবাজার অনুসন্ধান, বিদ্যমান শ্রম বাজার সংরক্ষণ ও সম্প্রসারন মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বৃদ্ধি করা অভিবাসন ব্যয় হ্রাস সহ অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অভিবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর আরিফুর রহমান। এতে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শামছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জুলি, উপজেলা সমবায় কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল বারেক, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজনু, আবুল কালাম আজাদ, নুরে আলম, আব্দুল হালিম, আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ. মতিন, আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আব্দুল্লাহ আল সালেহ, বানি বাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ অর্ধ শতাধিক ব্যক্তিবর্গরা সেমিনারে অংশগ্রহণ করেন।