শেরপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে টিউবওয়েল বিতরণ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার নকলা উপজেলার ৩টি ইউনিয়নের সুবিধাভোগী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় নকলা গণপদ্দি ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান শামসুর রহমানের সভাপতিত্বে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) সাইয়েদ জেড এ মোর্শেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলার জেলা পরিষদের সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু, ঠিকাদার ব্যবসায়ী সেলিম উদ্দিন তরফদার সুজন, জেলা পরিষদের হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তম দে। এ সময় সুবিধাভোগী ৪৮ জন দরিদ্র জনগণের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। ইউপি সচিব রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবু, ইউপি সদস্য জয়নাল আবেদীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ৩নং উরফা ইউনিয়ন পরিষদ ভবন ও ২নং নকলা ইউনিয়ন পরিষদ ভবনে পর্যায়ক্রমে ঐ ২টি ইউনিয়নে ৯৬টি সুবিধাভোগী পরিবারের মধ্যে ৯৬ সেট টিউবওয়েল বিতরণ করা হয়। টিউবওয়েল বিতরণকালে উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম হীরা, ইউপি সচিব আক্তারুজ্জামান, ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল, ৭নং ওয়ার্ডের মেম্বার সাইজুল ইসলাম সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজার সভাপতিত্বে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) সাইয়েদ জেড এ মোর্শেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলার কৃতি সন্তান শেরপুর জেলা পরিষদের সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু, ১ম শ্রেণির ঠিকাদার বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন তরফদার সুজন, জেলা পরিষদের হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তম দে। এ সময় ঐ ইউনিয়নের ইউপি সচিব জসীম উদ্দিন, ইউপি সদস্য নছিম উদ্দিন, সংরক্ষিত সদস্য আঞ্জুরা বেগম, ফুলমতি বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যারা টিউবওয়েল পেয়েছেন তারা তো পানি পান করবেনই পাশাপাশি প্রতিবেশীকে পানি পান করার সুযোগ দিবেন।