শ্রীবরদীতে পুলিশের উপর হামলা ॥ হ্যান্ডকাফসহ আসামী ছিনতাই গ্রেফতার-৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শ্রীবরদী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে পুলিশের উপর হামলাকারী ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে পুলিশের হ্যান্ডকাফটি। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা পুলিশের ইসলামপুর থানার এ.এস.আই. এনামুল হক ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে কুশল নগর এলাকায় আসেন। এক পর্যায়ে কুশল নগর গ্রামের গুল মাহমুদের ছেলে আলাল মিয়াকে ধাওয়া দিলে সে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার শিমুলচুড়া এলাকা দৌড়ে পালিয়ে আসে। এ.এস.আই এনামুলের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশ শিমুলচড়া এলাকা থেকে আলাল মিয়াকে আটক করে হাতে হ্যান্ডকাফ পড়ানোর একপর্যায়ে স্থানীয় জহুরুল হক মেম্বার ও যুবলীগ নেতা সাইদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইসলামপুর থানা পুলিশের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আলাল মিয়াকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ছিনিয়ে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই ইসলামপুর থানার এ.এস.আই. এনামুল হক বাদী হয়ে জহুরুল হক মেম্বার ও সাইদুর রহমান সহ ১৬ জন ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় অভিযোগ দাখিল করলে রাতেই শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এস.আই. শফিকুর রহমান ও এ.এস.আই নজরুল ইসলাম সঙ্গীয় অভিযানিক দল শনিবার রাতভর শিমুলচড়া এলাকা সহ পাশ্ববর্তী এলাকাতে অভিযান চালিয়ে ৬ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রুবেল (২৫), মঞ্জু (৩০), আনোয়ার হোসেন (৫০), রঞ্জু (১৬), হবিজল (৩৩) ও আক্তার হোসেন (৩০)। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এস.আই. শফিকুর রহমান বলেন, পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টধারী আসামী আলালকে ছিনিয়ে নেয় জহুরুল ্েমম্বার ও সাইদুর রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দলরা পুলিশের এ.এস.আই. এনামুলকেও শারীরিক ভাবে লাঞ্চিত করে। খবর পেয়েই রাতেই ৬ জনকে আটক করে রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপর হামলা ও হ্যান্ডকাফ সহ আসামী ছিনতাইয়ের ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে মামলার আইও শফিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল মাঠে অভিযান অব্যাহত রেখেছে। Related posts:নালিতাবাড়ীতে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১তম বার্ষিক সাধারণ সভাশেরপুরে অবৈধ ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানাশ্রীবরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: