২৯ ফেব্রুয়ারী গজনী অবকাশে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার : শত কর্মব্যস্ততা থেকে নিজেদের কিছুটা প্রশান্তি দিতে ও প্রকৃতির সাথে নিজেদের অবগাহন করাতে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ২৯ ফেব্রুয়ারী দেশের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে অনুষ্ঠিত হবে। এতে আনন্দ ভ্রমনের জন্য সেচ্ছায় চাদার ৩০০ টাকা আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করার জন্য সকল সদস্যকে আহবান জানানো হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এক বিবৃতিতে ওই আহবান জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, এবারের প্রেসক্লাবের আনন্দ ভ্রমন হবে একটি জমকালো আয়োজন । এখানে যেমন রয়েছে স্বনামখ্যাত শিল্পীদের অংশগ্রহনে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক তেমনি রয়েছে নো মিস লটারী। সাথে থাকবে পাহাড়ী পরিবেশে সুস্বাদু খাবারের আয়োজন। প্রতিজন অংশগ্রহনকারীদের জন্যই রয়েছে আর্কষণীয় পুরুষ্কার। প্রতিজন ক্লাব সদস্য তার পরিবারের সদস্যদের জন্য টিকেট গ্রহন করতে পারবে তবে পরিবারের বাইরে কারও জন্য সেই সুবিধা থাকছে না । পরিবারের ২ বছরের সদস্যদের জন্য কোন চাঁদা লাগবে না, তবে তার উপরে যে কোন সদস্যের জন্য চাঁদা লাগবে ৩ শত টাকা। সেই সাথে প্রতিটি টিকেটের বিপরীতে ৫০ টাকা মূল্যমানের লটারী টিকেট নিতে পারবেন সর্বচ্চো ১০টি । আগ্রহীদের দ্রুত নির্ধারিত সময়ের মধ্যেই চাঁদা ও লটারীর টিকেট সংগ্রহের জন্য অনুরোধ করেছেন আনন্দ ভ্রমন বাস্তবায়ন উপকমিটি। Related posts:শেরপুরে সেচ নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত ১, আহত ২ঝিনাইগাতীর জমেনা নিখোঁজ হওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে মর্জিনা-ভাই আবজালশেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ Post Views: ১৯০ SHARES শেরপুর বিষয়: