হঠাৎ হার্ট অ্যাটাক করলে জীবন বাঁচাতে তাৎক্ষণিক যা করবেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ স্বাস্থ্য ডেস্ক : হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে বা হার্ট অ্যাটাক করলে সেখানেই সঙ্গে সঙ্গে রিসাসিটেশন চিকিৎসা দিতে হয়। যেভাবে করতে হবে এজন্য রোগীকে প্রথমে সমতলের ওপর চিৎ করে শোয়াতে হবে। এরপর একটি হাত প্রসারিত করে অন্য হাতের আঙুল দিয়ে লক তৈরি করতে হবে। হাতের তালুর উঁচু অংশটি পাঁজরের নিচের অংশে ঠিক মাঝ বরাবর স্থাপন করতে হবে। প্রতি সেকেন্ডে ২ বার জোরে জোরে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন হাত ভাঁজ না হয়। এমনভাবে চাপ দিতে হবে যেন বুকের ওপর-নিচ প্রতিবার দেড় থেকে দুই ইঞ্চি দেবে যায়। এ পদ্ধতিতে ৩০ বার চাপ দিয়ে রোগীর মুখ দিয়ে বাতাস প্রবেশ করাতে হবে। দ্রুত রিসাসিটেশন শেষ করে রোগীকে হাসপাতালে নিতে হবে। Related posts:শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতকরোনার মধ্যেই জেনে নিন যে ৬ উপসর্গ হতে পারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণদেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮৭ জন Post Views: ১৯৮ SHARES স্বাস্থ্য বিষয়: