ইফতারে পুষ্টিকর বাঙ্গি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১২, ২০২০ অনলাইন ডেস্ক : বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজা-পোড়া কমিয়ে বেশি বেশি ফল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। অতি পরিচিত ফল বাঙ্গি। এছাড়া এটি ফুটি নামেও যথেষ্ট পরিচিত। জেনে নিন বাঙ্গির পুষ্টিগুণ:- পটাসিয়াম: বাঙ্গিতে এই উপাদানের কোনো ঘাটতি নেই। শসা জাতীয় তাই উচ্চ রক্তচাপ সামলাতে পারে। দৃষ্টিশক্তি : বাঙ্গি দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য বেশি কার্যকর। কারণ এতে আছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন। ছানি পড়ার ঝুঁকি কমানো ছাড়াও দৃষ্টিকে প্রখর করে বাঙ্গি। চর্বি কাটে : ফুটিতে রয়েছে উপকারী কার্বোহাইড্রেট। এটি সহজে ভেঙে শরীরে মিশে যায়। আরও আছে ফাইবার, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। পটাসিয়ামের উচ্চ মাত্রা পেটের অনাকাঙ্ক্ষিত চর্বিকেও বিদায় জানায়। ডায়াবেটিস : রক্তে গ্লুকোজের বিস্ফোরণ সামলে নিতে দক্ষ বাঙ্গি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। কোলেস্টরলমুক্ত : বাঙ্গি কিন্তু একেবারেই কোলেস্টেরলমুক্ত ফল। এর ফাইবার সহজে ভক্ষণযোগ্য। সূত্র : হেলথ জার্নাল। Related posts:দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৪৬২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০২ ডেঙ্গু রোগীশ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Post Views: ৪৩৯ SHARES স্বাস্থ্য বিষয়: