করোনার কারণে মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধের পরিকল্পনা নেই : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যে কোন ফ্লাইট বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তে ৫০০ কিটস্ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় চীনা রাষ্ট্রদূত লি জিমিং মন্ত্রীর হাতে এই কিটস্ তুলে দেন।

মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। চীন কিভাবে করোনাভাইরাসের ট্রিটমেন্ট করছে তার একটি প্রটোকলও তুলে দেন রাষ্ট্রদূত। স্বাস্থ্যমন্ত্রী চীনের এই সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।