‘করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্ততির ঘাটতি নেই’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রস্ততির কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের গণমাধ্যমকে একথা বলেন। তিনি আরও বলেন, সমস্যাটা এখন আর এন্ডেমিক নেই। সমস্যাটা এখন পেন্ডিমিক পর্যায়ে চলে গেছে। পৃথিবীর প্রায় ৩২টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন দেশও আক্রান্ত হচ্ছে। জাতিসংঘ থেকে মহাবিপদের কথা বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে। সেতুমন্ত্রী বলেন, এখন উৎপত্তিস্থল যেখানে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা দিন দিন বাড়ছে। কমছে এটা বোঝা যাচ্ছে না। বরং পার্শ্ববর্তী দেশ নেপালেও করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, এখানে বাংলাদেশ আক্রান্ত হবে না! একেবারে কাছাকাছি দেশ। বাংলাদেশেরও এখন সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন এবং সরকারপ্রধান খুব সিরিয়াসলি বিষয়টি দেখছেন এবং সতর্কতা পালনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। Related posts:রবিবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসাহাবুদ্দিন মেডিকেলে র্যাবের অভিযান, কর্মকর্তা গ্রেপ্তারএসকে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক Post Views: ১৭০ SHARES জাতীয় বিষয়: