ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ Exif_JPEG_420 হারুন অর রশিদ দুদু ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) সরোয়ার আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্ল্যাহসহ আরো অনেকেই। সমাবেশের প্রধান অতিথি ওসি আবু বকর ছিদ্দিক বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে ওই মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। Related posts:ঝিনাইগাতীতে জমিসহ ঘর পেল ২৫ গৃহহীন ও ভূমিহীন পরিবারনালিতাবাড়ীর নব-নির্বাচিত ১২ ইউপির বিজয়ী চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণআন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল পাস Post Views: ৩০৬ SHARES জাতীয় বিষয়: