ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১ তম বার্ষিক সাধারণ সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১ তম বার্ষিক সাধরণ সভা-২০২০ শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্স সেন্টার শালচূড়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও ওই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, কাল্ব ছ অঞ্চলের ডিরেক্টর হেলালুজ্জামান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুক্কু খাঁন, ট্রেজারার রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ লিমিটেডের আইন উপদেষ্টা এডভোকেট আল-আমিন, ক্রেডিট কমিটির আহবায়ক আলী হোসেন পাঠান, সুপারভাইজিং কমিটির আহবায়ক জাফর ইকবাল প্রমুখ। এসময় জেলা থেকে আগত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা এবং ওই প্রতিষ্ঠানের ডেলিগেটরগণ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে উপজাতি শিশু ধর্ষনের অভিযোগে কিশোর আটকআরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটিরপ্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী Post Views: ৩৪৫ SHARES জাতীয় বিষয়: