কিম জং উনের দেশে ইতিহাস সৃষ্টি করলো আবাহনী

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

বিশেষ সংবাদদাতা : কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার মাটিতে ফুটবলে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশের আবাহনী। আজ (বুধবার) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দেশটির শক্তিশালী ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ এসসিকে গোলশূন্য রুখে দিয়ে এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ ফাইনালে উঠেছে ঢাকার ধানমন্ডির ক্লাবটি। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এ সাফল্য দেখালো আকাশি-হলুদরা। শুধু আবাহনীই নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসেই সবচেয়ে বড় ঘটনা এটি।s

গত সপ্তাহেই (২১ আগস্ট) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে বিশ্বকাপে খেলা উত্তর কোরিয়ান ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছিল আবাহনী। ঘরের মাঠের ওই জয়ের পর ফিরতি ম্যাচে আবাহনীর দরকার ছিল ড্র। প্রত্যাশিত যে ড্র করেই ফাইনালে উঠে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা।

উত্তর কোরিয়া যাওয়ার পর থেকেই এক অর্থে যোগাযোগের বাইরে ছিল আবাহনী। কোনোভাবেই দলটির খবর নেয়া যায়নি। তবে ২০১০ বিশ্বকাপে খেলা দেশটির ক্লাবকে টপকে ফাইনালে উঠেই আবাহনী বিশ্বকে জানিয়ে দিলো উত্তর কোরিয়ায় তারা ভালো আছে এবং নতুন ইতিহাস গড়েই ফিরছে লাল-সবুজের দেশে।