করোনায় আক্রান্ত আরও ৩, রোগী বেড়ে ২৭ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত হয়েছেন। এর নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। এদের মধ্যে দুইজন বিদেশ থেকে ফিরেছেন। আর একজন বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স চল্লিশের ঘরে, একজন ত্রিশের ঘরে এবং একজনের বিশের ঘরে। নতুন আক্রান্ত দু’জনের মধ্যে একজনের একাধিক প্রাণঘাতী ব্যাধির উপস্থিতি রয়েছে বলে জানান আইইডিসিআরের পরিচালক। সেব্রিনা ফ্লোরা জানান, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে পাঁচজন চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন। গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় আইইডিসিআর। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮ জনে। এর মধ্যে ইতালিতেই গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯৩ জন মারা গেছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭ হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে ৯২ হাজার ৩২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। Related posts:‘করোনার উপসর্গ দেখা দিলে না লুকিয়ে চিকিৎসকের পরামর্শ নিন’আজ বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীকরোনা অগ্রযাত্রা সাময়িক থামিয়েছে, আবার এগিয়ে যাব: প্রধানমন্ত্রী Post Views: ২৯৩ SHARES জাতীয় বিষয়: