মাথায় গুলি চালিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। নিজের নামে ইস্যু করা সরকারি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেন তিনি। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম সেলিম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির হাতিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই বাসায় আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এসআই সেলিম জাহাঙ্গীর। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। Related posts:ট্রলার ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যুসীমান্ত পেরিয়ে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় হাতিকরোনা প্রতিরোধে মুক্তাগাছা থানার মানবিক ওসি বিপ্লব কুমার বিশ্বাস রাতদিন মাঠে তৎপর Post Views: ২২৪ SHARES সারা বাংলা বিষয়: