ঝিনাইগাতীতে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও সাবান বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ করোনা ভাইরাস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন এপির অধীনস্থ হান্ড্রেড হিরোজ সংগঠনের আয়োজনে ২৩ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীতে এ লিফলেট ও সাবান বিতরণ করা হয়। হান্ড্রেড হিরোজ এর সংগঠক মুহাম্মদ মোশারফ হোসেন, আরমান আহাম্মেদ সজিব ও মোঃ সজিব মিয়া লিফলেট ও সাবান বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন। হান্ড্রেড হিরোজ এর সংগঠক মোশারফ হোসেন জানান, ওয়ার্ল্ড ভিশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় তারা এ সাবান ও লিফলেট বিতরণ করে বেদে পল্লীতে সচেতনতামূলক করোনা সংক্রমক ব্যাধি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। তিনি আরো জানান, আগামী ৩ দিন ব্যাপী উপজেলার তৃণমূল পর্যায়ের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে লিফলেট ও সাবান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। Related posts:তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালাল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাবিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রীশেরপুরে মেয়র প্রার্থী আরিফ রেজার নির্বাচনী আলোচনা সভা Post Views: ৩৫৭ SHARES জাতীয় বিষয়: