চীন থেকে আসছে ২০০০০ কিটস ও পিপিই

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের মহামারী কাটিয়ে ওঠা চীন তার সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বজুড়ে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারকেও টেস্টিং কিটস ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিচ্ছে দেশটি। বৃহ্স্পতিবার (২৬ মার্চ) দুপুর নাগাদ বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছবে অতি জরুরি এসব চিকিৎসা সামগ্রী।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৪ মার্চ) সাড়ে ৪টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ‘গণচীনের দেয়া ১০,০০০ টেস্টিং কিটস এবং ১০,০০০ ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌঁছাবে ২৬ তারিখ দুপুর নাগাদ।’

তিনি আরও লিখেছেন, ‘দ্বিতীয় আরেকটি চালান আসবে আগামী ২৯ তারিখে। বাংলাদেশ সরকার অন্যজায়গা থেকে কিছু পরিমাণ এইসব সামগ্রী ক্রয় করে বিতরণ শুরু করেছে ইতিমধ্যে। গণচীনের সহায়তা করোনা প্রতিরোধ এবং চিকিৎসায় অনেক গতি আনবে।’

শাহরিয়ার আলম ও তার ফেসবুক স্ট্যাটাস


এর একঘণ্টা পর মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আরেকটি স্টাটাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই স্টাটাসে তিনি জানান, আমি সক্ষম বাংলাদেশি ব্যবসায়ী বা দাতব্য সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে তাদের সরকারি একটি বাণিজ্যিক সংস্থার কিছু পণ্যের তালিকা এবং মূল্য দিয়েছে। আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে এইগুলো ক্রয় করে জনস্বার্থে ব্যবহার করতে পারেন।

এছাড়া গত ১৭ মার্চ একটি বড় সম্মেলন করে বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাস সম্পর্কে চীনের কাছে যে তথ্য আছে, সে বিষয়ে একটি জার্নাল দেয়া হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমে ওই জার্নাল পাওয়ার বিষটি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ‘চীনে যে পদ্ধতি কাজ করেছে, সেটা আমাদের দেশে কাজ করবে সেটি নাও হতে পারে তবে এ জ্ঞান আমাদের কাজে লাগবে।’