নালিতাবাড়ীতে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে রামচন্দ্রকুড়া ইউনিয়নের এলাকাবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের রামচন্দ্রকুড়া খাল থেকে এসব উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা। জানা গেছে, রামচন্দ্রকুড়া খালে বস্তা ভর্তি কিছু একটা দেখে স্থানীয় লোকজন খবর দেন রামচন্দ্রকুড়াইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাকে। খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। এ সময় সকলের উপস্থিতিতে বস্তার মুখ খোলা হলে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়। পরে তিনি বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ওই সব জব্দ করে থানায় নিয়ে আসে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহম্মেদ বাদল জানান, রামচন্দ্রকুড়া খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়েছে এগুলি সব থানায় আনা হয়েছে। Related posts:শেখ হাসিনাকে ইতালি সফরের আমন্ত্রণশেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসেভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু Post Views: ২২৬ SHARES জাতীয় বিষয়: