করোনাভাইরাস প্রতিরোধে শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশের জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে রিক্সা-অটো রিক্সাসহ বিভিন্ন গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
২৭ মার্চ শুক্রবার দুপুরে শহরের বাগরাকসা, খরমপুর মোড়, নিউ মার্কেট মোড়, থানার মোড়, গোপালবাড়ি, গোয়াল পট্টি, নয়আনি বাজার, কলেজ মোড়ে সংগঠনটির ওই কর্মসূচি চালাতে দেখা যায়।


রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন রাজু বলেন, আমরা আমাদের সাধ্যমত করোনা ভাইরাসের বিরুদ্ধে গণপরিবহসহ শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক দিচ্ছি। পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে। এবং মাস্ক ব্যবহার করতে হবে।