শেরপুরে প্রতিপক্ষের হামলায় খামার পাহারাদার খুন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রফিক মিয়া (৫০) নামে এক মৎস্য খামারের পাহারাদার খুন হয়েছে। ২৯ মার্চ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চায়রা বিল সংলগ্ন একটি মাছের খামারে ওই খুনের ঘটনা ঘটে। আব্দুর রফিক মিয়া পার্শ্ববর্তী নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের আহাম্মদ আলী মিয়ার ছেলে। সে ওই মাছের খামারে পাহারাদার হিসেবে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাছের খামারে পাহারা দেওয়ার সময় প্রতিপক্ষ বারেক, জলিল, কাদের, চাঁন মিয়া, রাজীবসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে রাম দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়া ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।