শেরপুরে এবার ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে শ্রমিক নেতা আরিফের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে শেরপুরে এবার মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে ব্যক্তিগত তরফ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের তেরাবাজারস্থ জামিয়া সিদ্দিকীয় মাদ্রাসার শিক্ষকদের মাঝে ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা বলেন, করোনা ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতিতে সাধ্যমত শেরপুর পৌর এলাকার ইমাম, মাদ্রাসা শিক্ষক, খেটে খাওয়া দিনমুজুর ও কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ দুযোর্গ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত আমি পৌরসভার সর্বস্তরের মানুষের পাশে আছি ইনশাআল্লাহ। ওইসময় তিনি পৌরবাসীকে জেলা প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানান। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার অনুরোধ করেন এবং প্রয়োজন ছাড়া বাহিরে না আসার অনুরোধ জানান। পাশাপাশি সবাইকে নিজ ঘরে অবস্থান করে নিজেকে, পরিবারকে ও দেশকে সুস্থ্য রাখার অনুরোধ জানান

ওইসময় তিনি আরও বলেন, সম্প্রতি ঝিনাইগাতীতে ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা সহায়তা তহবিলে দান করে ’সারাবিশ্বে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে নজিম উদ্দিন’ নামে এক ভিক্ষুক। ভিক্ষা করে জমানো শেষ সম্বলটুকু দান করেছেন করোনা তহবিলে। নজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছে আমাদের অনেক অনেক শেখার আছে। আমি সেই নজিম উদ্দিনের দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ্ তাকে সুস্থ্য রাখুক এ দোয়া করি।