শেরপুরে লকডাউন কার্যকরে এবার মাঠে নেমেছে ইমার্জেন্সি স্বেচ্ছাসেবী সাপোর্ট টীম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে শেরপুরে এবার প্রশাসনের সাথে মাঠে নেমেছে ‘ইমার্জেন্সি স্বেচ্ছাসেবী সাপোর্ট টিম’। ২ মে শনিবার সকাল থেকে মাঠে নামা ওই টিম গঠিত হয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, শেরপুর পৌরসভা, বিডি ক্লিন, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রেড ক্রিসেন্ট, কমিউনিটি পুলিশিং স্টুডেন্ট ফোরাম, জেলা ছাত্রলীগ, রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখা, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, শেরপুর রক্তদান সংস্থা এর সমন্বয়ে। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনা মোতাবেক ওই ‘ইমার্জেন্সি স্বেচ্ছাসেবী সাপোর্ট টিম’ শনিবার সকাল ৮টা থেকে শেরপুর জেলা শহরের খোয়াড়পাড়, সোনারবাংলা বাসস্ট্যান্ড, চাপাতলী মোড়, শেরী ব্রিজ, অষ্টমীতলা মোড়, নির্বাচন অফিস, থানামোড়, নিউমার্কেট মোড়, বাগবাড়ী মোড়, বটতলা, নবীনগর বাসস্ট্যান্ড, সজবরখিলা, ট্রাকস্ট্যান্ড, কলেজ মোড় সহ ১৪টি পয়েন্টে ওই টিমের সদস্যরা একযোগে কাজ করতে মাঠে নামে। তারা পর্যায়ক্রমিকভাবে যথাযথভাবে লকডাউন প্রতিপালনে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, খাদ্য সরবরাহ, কৃষিপণ্য সরবরাহ, কৃষিকাজে নিয়োজিত ব্যতীত সকল ধরনের গণপরিবহন, সিএনজি, ইজিবাইক ও অবৈধ যানবাহনের চলাচল বন্ধ, সামাজিক দূরত্ব বজায় রাখতে তদারকি, লকডাউন ঘোষিত শেরপুর জেলায় অন্য জেলা থেকে আগমণ প্রতিরোধ করা ও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করে। এতে অন্যান্য দিনের চেয়ে ওই টিমের প্রথম কর্মদিবসেই পাল্টে যায় শহরের চিত্র। মানুষের অবাধ যাতায়াত ও ইজিবাইক, রিক্সাসহ হালকা যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত হওয়ার পাশাপাশি কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান-পাঠ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় খোদ শহরে প্রভাব পড়ে লকডাউনের। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহসানুল মামুন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত টহল দিচ্ছেন সেনাবাহিনী ও জেলা পুলিশ। এবার জেলা প্রশাসনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছে ‘ইমার্জেন্সি স্বেচ্ছাসেবী সাপোর্ট টিম’। তিনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশনের কারনে করোনা ভাইরাস দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে ব্যাপকভাবে। তাই জেলায় করোনার প্রকোপ কমাতে সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। Related posts:শেরপুরে তথ্য অধিকার আইন ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জনঅবহিতকরণ সভাশ্রীবরদীতে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটকঝিনাইগাতীতে কৃষি কাজে বৃহৎ পরিসরে নির্মিত হচ্ছে পানির হাউজ ॥ পরিদর্শনে জেলা প্রশাসক Post Views: ৩০১ SHARES শেরপুর বিষয়: