আটপাড়ায় দুওজ ইউনিয়নে স্হানীয় এমপির পক্ষে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ নেত্রকোনার আটপাড়া ৯ ই মে শনিবার (আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপির পক্ষে বিভিন্ন ইউনিয়নে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ এর ধারাবাহিকতায় দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য, ভাটিবাংলার প্রিয় নেত্রী অধ্যাপিকা অপু উকিল। দুওজ ইউনিয়নের ইকরাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক, সাইদুল হক, শাহজাহান কবীর, যুগ্মসাধারণ সম্পাদক ও তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান,, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক, সদস্য কামরুজ্জামান কাজল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুমন খান, দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান কায়সার বাবুল, সাধারণ সম্পাদক জনাব কামাল মিয়া, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপস্থিত সকল সুবিধাভোগীদের কে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং অন্যদের সচেতন করার পরামর্শ দেয়া হয়।