শেরপুরে পৌর এলাকার কমর্হীন মানুষের মাঝে শ্রমিক নেতা আরিফ রেজার আরও উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস হতে সৃষ্টি পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া শেরপুর পৌর এলাকার নিম্নবৃত্ত, দিমুজুর ও কমর্হীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যক্তিগত তরফ থেকে আরও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শ্রমিক বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ১০ এপ্রিল রবিবার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডের শেখহাটি মহল্লার দিনমুজুর ও কর্মহীন মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা শ্যামলী নিউজ২৪ডটকমকে বলেন, করোনা ভাইরাস হতে সৃষ্টি পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে কৃষি নির্ভর শেরপুরের নিম্নবৃত্ত ও খেটে খাওয়া দিনমুজুর মানুষজন। কর্মহীন হয়ে পড়েছে শেরপুর পৌর এলাকার খেটে খাওয়া অনেক মানুষজন। ভয়াবহ এ দুর্যোগের শুরু থেকেই পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন মসজিদ কমিটিরে মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ৩নং ওয়ার্ডের শেখহাটি মহল্লার শতাধিক কর্মহীন মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ তুলে দেওয়া হলো। করোনার এ ভায়াবহ দুর্যোগে শেরপুর পৌর এলাকার দিনমুজুর, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান, যুবলীগ নেতা টারজানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।