শেরপুরে এবার শ্রমিক নেতা আরিফের পিপিই পেলো স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০ রাজাদুল ইসলাম বাবু ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুরের সদস্যদের হাতে (পারসনাল প্রটেকটিভ ইকুয়েবমেন্ট) পিপিই তুলে দিলো জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ১৪ মে বৃহস্পতিবার শহরের ঢাকলহাটীস্থ নিজ রাজনৈতিক কার্যালয়ে ‘বিডি ক্লিন শেরপুর’র জেলা সমন্বয়ক আল আমিন রাজুর হাতে ২০টি পিপিই তুলে দেন শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা। ওইসময় বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান, বিডি ক্লিন শেরপুরের মিডিয়া ও আইটি ইউনিটের অতিরিক্ত উপ-সমন্বয়ক রাজাদুল ইসলাম বাবু, মনিটর মোঃ কাকন মিয়া, আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শ্রমিক নেতা মোঃ আরিফ রেজা শ্যামলী নিউজ২৪ডটকমকে বলেন, করোনা ভাইরাস হতে সৃষ্টি পরিস্থিতিতে চিকিৎসক, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর মতো স্বেচ্ছাসেবী বিডি ক্লিন শেরপুরের সদস্যরাও ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যদের সুরক্ষায় ওই পিপিই প্রদান করা হয়েছে। ওইসময় তিনি আরও বলেন, শেরপুরের অসহায় কৃষকদের ধানকাটা নিয়ে সমস্যা যখন সৃষ্টি হল তখন জেলার গরীব কৃষকের ধান কেটে দিয়েছে বিডি ক্লিন শেরপুর টিমের সদস্যরা। জেলা প্রশাসনের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে বিডি ক্লিন টিম। এ জন্য বিডি ক্লিনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। ওইসময় তিনি বিডি ক্লিন টিমের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। Related posts:আজ নালিতাবাড়ী মুক্ত দিবসঝিনাইগাতীতে কবুতর চুরির অপবাদ সইতে না পেরে কিশোরের আত্মহত্যাশেরপুরে কলেজ শিক্ষার্থী সুমন হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ Post Views: ৪০০ SHARES শেরপুর বিষয়: