শেরপুরে বিভিন্ন পর্যায়ে খাদ্য সহায়তা পেল ৬শ অসহায় পরিবার

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া আরও ৬শ হতদরিদ্র অসহায় পরিবার পেয়েছে বিভিন্ন পর্যায় থেকে খাদ্য সহায়তা। এর মধ্যে ২২ মে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া যুবসমাজের উদ্যোগে ১৮০ জন হতদরিদ্রের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আনিছুর রহমান বাবুল। ওইসব সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, নুডলস, সাবান, তেল, দুধ ও পিঠা। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম তাজুল, স্থানীয় সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ, উজ্জল সরকার, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।


একই দিন সন্ধ্যায় শহরের মোবারকপুর ছাত্র-যুব সেবা সংঘের উদ্যোগে স্থানীয় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার অসহায়দের মাঝে ওই সহায়তা তুলে দেন। ওইসময় অন্যান্যের মধ্যে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এসআরডি আলম, ছাত্র-যুব সেবা সংঘের সভাপতি উজ্জল মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফর্সা, সমাজসেবক এহতেশামুল হক মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর দু’দিন আগে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারের অর্থায়নে স্থানীয় আরও ১শ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলীর উদ্যোগে ওই খাদ্য সহায়তা বিতরণকালে আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক এসআরডি আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দমদমা উত্তরপাড়া সমাজের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এর মধ্যে ছিল ১০ কেজি চাল ও ১ কেজি আলু। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার এবং পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুতের অর্থায়নে ওই সহায়তা প্রদান করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে সমাজপতি খাইরুল ইসলাম ছানা, ফজলুর রহমান, ইউসুফ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।