শেরপুরে স্বামীহারা ২ সন্তানের জননী নাসরিন পেল সেলাই মেশিন ও খাদ্য সহায়তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার সামাজিক সংগঠন শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে আত্মস্বাবলম্বীতার জন্য একটি সেলাই মেশিন ও খাদ্য সহায়তা পেয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত চেম্বার অব কমার্সের গাড়ির হেলপার আব্দুর রহিম বাবুর স্ত্রী ও ২ সন্তানের জননী নাসরিন বেগম। ২০ মে বুধবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকাস্থ ভাড়া বাসায় গিয়ে ওই সহায়তা তুলে দেওয়া হয়। ওইসময় গ্র্যাজুয়েট ক্লাবের উপদেষ্টা, জেলা আইনজীবী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, ক্লাবের উপদেষ্টা শামীম হোসেন ও আব্দুর রফিক মজিদ, সভাপতি আল আমিন রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের সভাপতি আল আমিন রাজু জানান, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় চেম্বার অব কমার্সের ঢাকা-শেরপুর রুটে যাতায়াতকারী বাস সার্ভিসের হেলপার আব্দুর রহিম বাবু নিহত হলে তার স্ত্রী নাসরিন বেগম (৪০) তার ২ ছেলে স্কুলশিক্ষার্থ নাজমুল হাসান নাফিস (১০) ও নাবিল (৫) কে নিয়ে অসহায় হয়ে পড়েন। ওই অবস্থায় ওই অসহায় পরিবারের জন্য সহযোগিতা চেয়ে শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের ফেসবুক আইডিতে মানবিক সহায়তা চেয়ে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্ট দেখে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মানবতার হাত বাড়িয়ে দেন অস্ট্রেলিয়া প্রবাসী ও নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক আবু শরীফ কামরুজ্জামান। পরে তিনি গ্র্যাজুয়েট ক্লাব কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে একটি সেলাই মেশিন ও খাদ্য সহায়তা দিতে নগদ ১০ হাজার টাকা পাঠান। আর ওই টাকায় অসহায় পরিবারটির হাতে তুলে দেওয়া হয় সহায়তা। এদিকে সহায়তা পেয়ে খুশি ওই পরিবারটি। পরিবারপ্রধান নাসরিন আশা প্রকাশ করেন, ওই সেলাই মেশিনে কাজ করে তিনি পরিবারটির ব্যয় নির্বাহসহ আত্মস্বাবলম্বীতার চেষ্টা করবেন। Related posts:সীমান্তে হাতি হত্যায় শেরপুরে এই প্রথম মামলানকলায় মেয়রের হাতে সাংবাদিক লাঞ্ছিত ॥ শেরপুর প্রেসক্লাবের নিন্দা, প্রতিবাদ সমাবেশ আজঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Post Views: ৩০৪ SHARES শেরপুর বিষয়: