ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার বিকেলে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়সহ ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরের দুটি আসনে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ীসরকারি নাজমুল স্মৃতি কলেজে ক্রীড়া সামগ্রী দিলেন ভাইস চেয়ারম্যান আমিনুলদেশে কুরআনের আইন চালু ব্যতিত বৈষম্য দূর হবে না : নকলায় জেলা জামায়াতের আমির Post Views: ২৪১ SHARES শেরপুর বিষয়: