ময়মনসিংহের ত্রিশালে ছেলের হাতে বাবা খুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ছেলের হাতে আইয়ুব আলী (৭০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার আমিরাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার আমিরাবাড়ী এলাকার আইয়ুব আলী বড় ছেলেকে বেশি পরিমাণ জমি লিখে দেয়ায় ছোট ছেলে এনামুলের (২৮) সাথে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল তার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। Related posts:ভাষা শহিদদের প্রতি ডিআইজি আনিসুর রহমানের বিনম্র শ্রদ্ধা নিবেদনশেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতনওগাঁ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত Post Views: ২৪৮ SHARES সারা বাংলা বিষয়: