শেরপুরে বাজিতখিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুরে সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে “সময়মত ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ মে শনিবার সকাল ১১টায় বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজিতখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউপি সচিব রতন কুমার নাগ। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ১১ লক্ষ ৬১ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ১ কোটি ১০ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা ঘোষণা করা হয়। বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির আলী সরকারের সভাপতিত্বে ও ইউপি সচিব রতন কুমার নাগ এর সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাতেম আলী, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আব্দুল হালিম, বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, কুমড়ী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তারুজ্জামান প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান-২ মোঃ সাইদুর রহমান সরকার, প্যানেল চেয়ারম্যান-৩ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কাপাশি বেগম, ইউপি সদস্য লাল মিয়া, আলহাজ্ব আব্দুর রহমান, মোঃ মুনতাজ আলী, মাহফুজুল হক, শাহজামাল, আবুল কাশেম, জরিনা বেগম, ছালেহা খাতুন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লাল মিয়া, ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রার মাওঃ নিজাম উদ্দিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোঃ মনসুর আলী, শাহজাহান কবির, মোঃ জুলফিকার আলী ভুট্টো, দফাদার আঃ সালাম, পরিমল, গ্রাম পুলিশ সদস্য শিউলী বেগম, আজিজুর রহমান, মোঃ হাবিবুর রহমান, হারুন অর রশিদ, জং বাহাদুর ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে সাবেক মেয়রসহ আ’লীগের ৭৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলানালিতাবাড়ীতে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যুশ্রীবরদীতে সাংবাদিক রেজাউল করিম বকুলের মাতৃবিয়োগ Post Views: ২৬৬ SHARES শেরপুর বিষয়: