প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

এতদ্বারা শেরপুর প্রেসক্লবের সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সদস্য নবায়নের জন্য অত্র বিজ্ঞপ্তি প্রকাশের (২২ মে/২০২০ ইং থেকে) একমাসের মধ্যে সকল সদস্যের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাসের সনদের সত্যায়িত ফটোকপি, ১ জানুয়ারী-২০২০ থেকে ২১ শে জুন-২০২০ ইং তারিখের মধ্যে পত্রিকায় প্রকাশিত অন্তত ৩টি খবরের কার্টিং, নিয়োগ/পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও পিপি সাইজের দুই কপি ছবি প্রেসক্লাবের সম্পাদকের নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে আগামী ডিসেম্বর-২০২০ পর্যন্ত সকল বকেয়া চাঁদা প্রদান করে রশিদ সংগ্রহ করারা জন্যও অনুরোধ করা হলো।
উল্লেখ্য ইহাই নোটিশ হিসেবে গন্য করা হবে বলে প্রেসক্লাবের নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে।

ধন্যবাদান্তে
শরিফুর রহমান
সভাপতি ও
মো: মেরাজ উদ্দিন
সাধারণ সম্পাদক
শেরপুর পেসক্লাব।
তারিখ : ২২-০৫-২০২০ ইং।