সারাদেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫০ হাজার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ২, ২০২০ শ্যামলী নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯১১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৭০৯ জনের প্রাণহানি হলো। মঙ্গলবার (২ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও নারী ৪ জন। ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, সিলেট বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ৩ জন, রাজশাহী ও রংপুর বিভাগের ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগের একজন মারা গেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯৫০টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। Related posts:শ্রমবান্ধব পরিবেশ তৈরিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আইনমন্ত্রীনতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীরএলপি গ্যাসের দাম বেড়েছে Post Views: ২৪৭ SHARES জাতীয় বিষয়: