আজ সারাদেশে হতে পারে ঝড়-বৃষ্টি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০ শ্যামলী নিউজ ডেস্ক : সারাদেশেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। এই ছয় অঞ্চলের নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত এবং অন্যান্য অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব বলেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। Related posts:হাফ ভাড়া দিতে চাওয়ায় 'ধর্ষণের হুমকি', প্রতিবাদে বকশীবাজারে অবরোধবঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন ৩১ ব্যক্তি-প্রতিষ্ঠানকর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিণত করতে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির Post Views: ২৫৫ SHARES জাতীয় বিষয়: