অপকর্মে লিপ্ত থাকায় রোহিঙ্গা ক্যাম্পে ৪১টি এনজিওর কার্যক্রম প্রত্যাহার: পররাষ্ট্রমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুরুর পর ১৩৯টি এনজিও কক্সবাজার এলাকায় কার্যক্রম শুরু করেছিল। এর মধ্যে ৪১টি এনজিও অপকর্মে লিপ্ত থাকায় তাদের সব ধরনের কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে দক্ষিণ সুরমা এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে, সে ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে দেশি-বিদেশি বিভিন্ন এনজিও নানা ভাবে তদবির করছে। Related posts:৬০০ টাকায় মিলবে গরুর মাংসকরোনায় নতুন আক্রান্ত ৭০৬, সুস্থ আরও ১৩০প্রজ্ঞাপন জারি : বিধিনিষেধ বাড়ল ৩০ মে পর্যন্ত Post Views: ২৪১ SHARES জাতীয় বিষয়: