করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০

অনলাইন ডেস্ক : প্রথম তিন মাসে করোনা শনাক্তের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস ধরা পড়ার ৯০ দিনের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাওয়ায় শীর্ষ ২০ দেশের তালিকায় ঢুকে পড়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের শুক্রবারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রাশিয়া, চতুর্থ স্পেন, পঞ্চম যুক্তরাজ্য, ৬ষ্ঠ ইতালি, ৭ম অবস্থানে ভারত, অষ্টম জার্মানি, নবম পেরু ও দশম অবস্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে রয়েছে ক্রমান্বয়ে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন ও কাতার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন তিন লাখ ৯৩ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন প্রায় পৌনে ৩৩ লাখ রোগী।

এর মধ্যে করোনা সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন সোয়া ১৯ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন এক লাখ ১০ হাজার ২১৮ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৮১ হাজার। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪ হাজার ৭২ জন।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা সাড়ে চার লাখ প্রায়। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫২৮ জনের।

এই তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছে যথাক্রমে স্পেন, যুক্তরাজ্য ও ইতালি। বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বস্তির তিন দেশেই। স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮৭ হাজার ৭৪০। মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৩ জনের। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮১ হাজার ৬৬১ জন। মৃত্যুর দিক থেকে যুক্তরাজ্যই দ্বিতীয় অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৯০৪ জনের। আর ইতালিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৩। মারা গেছেন ৩৩ হাজার ৬৮৯ জন।

সপ্তম অবস্থানে থাকা প্রতিবেশী ভারতে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত দুই লাখ ২৭ হাজার ২৭৩। মারা গেছেন ছয় হাজার ৬৩৭ জন।

এরপর অষ্টম, নবম ও দশম স্থানে আছে যথাক্রমে জার্মানি, পেরু ও তুরস্ক। দেশ তিনটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে এক লাখ ৮৫ হাজার, এক লাখ ৮৩ হাজার, এক লাখ ৬৭ হাজার। মৃতের সংখ্যা যথাক্রমে আট হাজার ৭৩৬, পাঁচ হাজার ৩১ এবং চার হাজার ৬৩০।

তালিকার ১১তম থেকে ১৯তম পর্যন্ত স্থানে তাকা যথাক্রমে ইরানে আক্রান্ত এক লাখ ৬৭ হাজার, মৃত আট হাজার ১৩৪; ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৫২ হাজার ৪৪৪, মৃত ২৯ হাজার ৬৫; চিলিতে আক্রান্ত এক লাখ ১৮ হাজার ২৯২, মৃত এক হাজার ৩৫৬; মেক্সিকোতে আক্রান্ত এক লাখ পাঁচ হাজার ৬৮০, মৃত ১২ হাজার ৫৪৫; সৌদি আরবে আক্রান্ত ৯৫ হাজার ৭৪৮, মৃত ৬৪২; কানাডায় আক্রান্ত ৯৩ হাজার ৭২৬, মৃত সাত হাজার ৬৩৭; পাকিস্তানে আক্রান্ত ৮৯ হাজার ২৪৯, মৃত এক হাজার ৮৩৮; চীনে আক্রান্ত ৮৩ হাজার ২৭, মৃত চার হাজার ৬৩৪ এবং কাতারে আক্রান্ত ৬৫ হাজার ৪৯৫, মৃত ৪৯।

৯০ দিনে ৬০ হাজারের বেশি আক্রান্ত রোগী শনাক্ত করে তালিকায় বাংলাদেশ শুক্রবার পর্যন্ত ২০তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর। এরপর শুক্রবার পর্যন্ত সারা দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শুক্রবারের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত মোট ৬০ হাজার ৩৯১ জন কভিড-১৯ রোগী শনাক্ত করার কথা জানিয়েছে, তাদের মধ্যে মারা গেছেন ৮১১ জন। আর ১২ হাজার ৮০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।