জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটূক্তিকারী জামালপুর সদরের গোপালপুর বাজারের মিলন সরকারকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, সহ-সভাপতি কামরুল হাসান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সজিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম অহবায়ক সাগর হোসেন রুবেল, শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক মোরাদ উদ্দিন, শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম নয়ন।


বক্তারা অভিযোগ করেন, জামালপুর সদরের গোপালপুর বাজারে বসবাসকারী হাজি বদিউজ্জামানের পুত্র মিলন সরকার গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের খোকা গত ১০ এপ্রিল মিলন সরকারের বিরুদ্ধে নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে মামলা দাখিল করেন। আওয়ামী লীগের কতিপয় নেতা এ ঘটনা আপোষ মীমাংসার চেষ্টার নামে কালক্ষেপন করেন। এ নিয়ে স্থানীয় একটি দৈনিকে সংবাদ প্রকাশ হলে ৬০ দিন পর গত ৮ জুন সদর থানা পুলিশ মিলন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ করে। মিলন সরকার প্রকাশ্য ঘুরলেও পুলিশ রহস্যজনক কারনে তাকে তাকে গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতারা। স্বেচ্ছাসেবক লীগ নেতারা ঘটনা আপোষ মীমাংসার চেষ্টাকারী আওয়ামী লীগ নেতাদেরও শাস্তি দাবি করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেমুজ্জামান জানান, মামলা দায়েরের আগেই মিলন সরকার পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ দায়েরের পর বাদীর পক্ষ থেকে আপোষনামা দেওয়ায় মামলাটি বিলম্ব হয়।
বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খোকা জানান, গত ১০ এপ্রিল তিনি এজাহারটি দাখিল করেন। নানামুখি চাপের কারণে তিনি আপোষনামায় সাক্ষর করেছিলেন। অবশেষে সেটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ করায় তিনি স্বস্থি পেয়েছেন। তিনি মিলন সরকারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী মিলন সরকারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।