পেনাল্টি মিসে ফেরা রোনালদোর, তবুও ফাইনালে জুভেন্টাস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা পরবর্তী ইতালিতে ফুটবল ফিরলেও উচ্ছ্বাস ফেরেনি। যেন পাড়ার ফুটবল। জুভেন্টাসের মাঠ অ্যালিয়েঞ্জের সবুজ গালিচার রোনালদো-দিবালার পায়ের স্পর্শেও ঘুম ভাঙেনি। ধারাভাষ্যকর যেন শুধু কথাই বলে যাচ্ছেন। প্রেসিং ফুটবলের রোমাঞ্চে কাঁপছে তার গলা। কারণ মাঠে উৎসাহ দিতে নেই দর্শক। সেটাই কি রোনালদোর গোল ক্ষুধাই কমিয়ে দিল? না হলে কোপা ইতালিয়ানো দিয়ে মাঠে ফেরাটা পেনাল্টি মিস দিয়ে হবে কেন সিআরসেভেনের! তবে তার পেনাল্টি মিসের খেসারত দিতে হয়নি জুভদের। এসি মিলানের বিপক্ষে গোল শূন্য সমতা করে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোপা ইতালিয়ানোর ফাইনালে উঠে গেছে ওল্ড লেডিরা। মাঠে দু’দলের ফুটবলাররা যেন বল চালাচালি করেই গেলেন। চেষ্টা করলেন গা বাঁচিয়ে চলার। কোপা ইতালিয়ানোর দ্বিতীয় লেগে তাই গোলে শটই নিতে দেখা গেছে কয়েকটি। তবে করোনার কারণে ইতালিতে সব ধরণের ফুটবল বন্ধ হওয়ার আগে প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ গোলের সমতা করেছিল জুভরা। ওই অ্যাওয়ে গোলটাই ফাইনালে তুলে দিয়েছে রোনালদোদের। ঘরের মাঠে রোনালদোরা এসি মিলানের গোলবারে শট নিয়েছে অবশ্য সাতটি। তবে সবগুলো জোরালো ছিল না। এছাড়া এসি মিলান ওল্ড লেডি গোলরক্ষক বুফনকে পরীক্ষাই নিতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট শটই তাদের মাত্র চারটি। তবে নিরস এই ম্যাচে একমাত্র অঘটন মিলানের আন্তে রেবিকের লাল কার্ড দেখে মাঠ ছাড়া। ম্যাচের ১৬ মিনিটে গোল মিস করেন রোনালদো। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেবিক। শেষ পর্যন্ত একজন কম নিয়ে জুভদের আটকে দেওয়াই তাই মিলানের কৃতিত্ব। Related posts:মেসির হাতে উঠলো সপ্তম ব্যালন ডি’অররাতে দেশে ফিরছেন সাকিব আল হাসাননিউজিল্যান্ড সফরের দল ঘোষণা টাইগারদের Post Views: ৩২৬ SHARES খেলাধুলা বিষয়: