সুশান্তের শেষকৃত্য সম্পন্ন, বান্ধবী রিয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে মুম্বাইয়ের ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোববার মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে ভেঙে পড়ে বিনোদন, ক্রীড়া থেকে শুরু করে আপামর দেশবাসী। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও মহেশ শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। রিয়ার আগে আরও অনেক অভিনেত্রীর সঙ্গে সুশান্তের প্রেম ও বিয়ের গুঞ্জন রটে। প্রেমে স্থির না হতে পারা, পেশাগত জীবনের ব্যর্থতা, এসব নিয়েই ছয় মাস ধরে সুশান্ত বিষণ্নতা আর হতাশায় ভুগছিলেন বলে জানা যায়। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম নেওয়া সুশান্ত পাঁচ ভাইবোনের ভেতর সবার ছোট। ২০০২ সালে সুশান্তের মা মারা যান। মাকে হারিয়ে ভীষণ মুষড়ে পড়েন সুশান্ত। বড় পর্দায় সুশান্তের মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘ছিছোড়ে’ দারুণ হিট করে। বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করে এই সিনেমাটি। Related posts:আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহানশাহরুখের ডাকে ফিরছেন সালমানপুনরায় নির্মিত হচ্ছে সালমান-ক্যাটরিনার 'দিল দিয়া গাল্লান' Post Views: ৩৫৫ SHARES বিনোদন বিষয়: