শেরপুরে আরও ১ করোনা রোগীর মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৬ জন ॥ মোট আক্রান্ত ১৮৩ জন

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা ছানোয়ার হোসেন তরফদার (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ ভোর রাতে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। তিনি ঢাকা বিদ্যুৎ বিভাগের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এনিয়ে জেলায় ৩ করোনা রোগীর মৃত্যু হলো। এর আগে জেলায় আরও দুজন মারা গেলেও করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকার পর মৃত্যুর ঘটনা শেরপুরে এটাই প্রথম। তিনি গত ১০ জুন করোনায় আক্রান্ত হয়ে শহরের বাগরাকসা মহল্লায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে জেলা সদর হাসপাতালে নেবার পর আজ ভোরে মারা যান তিনি।
এদিকে ১৫ জুন রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পি.সি.আর.ল্যাবে নমুনা পরীক্ষায় প্রাপ্ত রিপোর্টে শেরপুর জেলার মোট ৬ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩, নালীতাবাড়ি ২, শ্রীবরদি ১ জন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, ছানোয়ার হোসেন তরফদার ঢাকাতে পিডিবিতে চাকরী করতো। সে ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুরে ১০ জুন নমুনা পরিক্ষা করতে দিলে ১২জুন তিনি করোনা পজিটিভ হন। তারপর থেকে তিনি বাসাতেই আইসোলোশনে ছিলেন । রাতে তার শ্বাসকস্ট বেড়ে গেলে রাত পৌনে বারটার দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে আজ ভোররাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শেরপুর জেলায় মোট ১৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন এদের মধ্যে ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন ৯৫জন রোগী। এ পর্যন্ত মোট ২৯৩৫ টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২৭৫৫টি নমুনার আর প্রক্রিয়াধীন রয়েছে ১৮০টি নমুনা।