বকশীগঞ্জে ছাঁদে উঠতে গিয়ে পরিছন্ন কর্মীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালের ছাদে উঠতে গিয়ে ইউসুফ আলী (৪৫) নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। সে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের গুলজার আলীর ছেলে। বকশীগঞ্জ হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী (মালী) হিসাবে কর্মরত। বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহারিয়ার জানান, দুপুর ২টার দিকে মই বেয়ে ছাদ পরিস্কার করার জন্য দোতলা ছাদে উঠেছিলেন। এ সময় তিনি হঠাৎ পা পিছলে উপর থেকে নিচে মাটিতে পরে মাথায় আঘাতসহ গুরুতর আহত হয়। হাসপাতালের কর্মচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী ছাদ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ইউসুফ আলী দীর্ঘদিন ধরে হাসপাতালে মালীর কাজে কর্মরত। Related posts:ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ৩নকলায় এশিয়ান টিভি’র ৭ম বর্ষপূর্তি পালিতযমুনায় জমাট বাঁধা নিম্নমানের সার রিপ্যাকিং চলছে Post Views: ৩৪০ SHARES সারা বাংলা বিষয়: