তিন মাস পর কামালপুর স্থলবন্দরে আসলো পাঁচটি ট্রাক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে পাথরের পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে দীর্ঘ তিন মাস পর ফের সচল হলো এই স্থল বন্দর। এর আগে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা করা হয়।
দীর্ঘ তিন মাস পর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার থেকে ফের পাথর আমদানি শুরু করা হয়। প্রথম দিনে শুধু ৫ টি পাথরের ট্রাক বাংলাদেশে আসে। তবে শনিবার থেকে পুরোদমে স্বাস্থ্যবিধি মেনে পাথরের ট্রাক আসবে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।


কামালপুর স্থলবন্দরের আমদানি ও রাপ্তানিকারক সমিতির সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন বিকেলে জানান, আজ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করা ৫টি ট্রাক জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়। ট্রাকের চালক ও সহকারী চালকদের ট্রাকের মধ্যে থেকে সমস্ত পাথর আনলোড করা হয়েছে।
জামালপুর রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সাথে যোগাযোগ করে শনিবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি পরিচালনা করা হবে।
বকশীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা জানান, শনিবার থেকে স্বাস্থ্য বিভাগের একটি টিম স্থলবন্দরে থাকবে। প্রতিটি ট্রাককে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হবে। ট্রাকের সাথে থাকা লোকদের পোশাকসহ স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করা হবে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার জানান, স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালনার জন্য সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।