এবার ক্রিকেটার অপু করোনায় পজিটিভ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের জন্য দিন যে আজ বড়ই অপয়া। একের পর এক খারাপ খবর এসে মন খারাপ করে দিচ্ছে ভক্ত-সমর্থকদের। প্রথম এলো ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবালের করোনা আক্রান্তের খবর। তারপরই আসে ক্রিকেটপ্রেমীদের হৃদয় চুপসে দেওয়ার মতো আরো বড় খবর। সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাও করোনায় পজিটিভ।সেই খবরের রেশ কাটনা কাটতেই এলো আরো একটি খারাপ খবর। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় পজিটিভ হয়েছেন।অনুসারীদের খবরটা দিতে বাঁহাতি স্পিনার অপু বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। সেখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করাই। আজ দুপুরেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। এখন ঘরেই আইসোলেশনে আছি।’ Related posts:টেস্ট থেকে অবসর নিচ্ছেন মঈন আলীঅধিনায়কত্বের সময় সাকিব আমাকে পরামর্শ দেয় : তামিমপাকিস্তানের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ ইংল্যান্ডের Post Views: ২৪২ SHARES খেলাধুলা বিষয়: