করোনায় আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। দু’দিন ধরেই জ্বর মাশরাফির। সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথাও আছে বেশ। শুক্রবার তার পরীক্ষা করান। ফলাফল পজিটিভ এসেছে আজ শনিবার। জানা গেছে, মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছে অন্য কোনোভাবে। করোনাভাইরানের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। তখন নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন দুই সপ্তাহ মাশরাফি। তারপর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব-একটা যাননি। তারপরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে। জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত কোনো সমস্যা আপাতত তার নেই। আপাতত নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। Related posts:দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজারআইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না : রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকরোনায় আক্রান্ত লিপি ওসমান Post Views: ২৭৯ SHARES খেলাধুলা বিষয়: