বকশীগঞ্জে বিপুল পরিমাণ চোরাই মালসহ আটক-১

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ বকশীগঞ্জে শহরেরমালিবাগ ইত্যাদি গ্যালারীর মালিকের সীমার পাড়ের বাসা থেকে নীহার আমলা, নীহার ন্যাচারাল, জনসন বেবি ওয়েল, লোশন, পাউডারসহ দেশি ও বিদেশী বিভিন্ন নামিদামি ব্রেন্ডের প্রসাধনীর কারখানা আবিস্কার করেছে বকশীগঞ্জ পুলিশ।
২০ জুন শনিবার রাতে কারখানাটিতে পুলিশের ২০ সদস্যসের একটি দল প্রায় ৩ ঘন্টা অভিযান চালায়। সন্ধ্যা ৭টা থেকে ১০ পর্যন্ত একটানা অভিযান চলে। বকশীগঞ্জে শহরের মালিবাগে অবস্থিত ইত্যাদি গ্যালারীর মালিকের সীমারপাড়ের বাসা থেকে এসব বিপুল পরিমান প্রসাধনী সামগ্রী ও এসব সামগ্রী নির্মানের কাচামালসহ অন্যান্য উপকরন উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক নামে ১ শ্রমিককে আটক করেছে পুলিশ। রাজ্জাক, ইসলামপুর উপজেলার দক্ষিন চিনাডুলি গ্রামের ফকির মাহামুদের ছেলে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ ইত্যাদি গ্যালারির মালিকের সীমারপাড়ের বাড়িতে নকল কারখানায় নিম্নমানের কাঁচা মাল দিয়ে বিভিন্ন প্রসাধনী পন্য তৈরি করে দেশী বিদেশী ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে ক্রেতাদের সাথে প্রতারনা করে আসছিলো এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমান নকল প্রসাধনী উদ্ধার করা হয়। এছাড়া প্রশাধনী তৈরীর কাঁচামালও উদ্ধার করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।