মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় পানিতে ডুবে ইব্রাহিম (৬) নামের এক শিশুর মারা গেছে। সে গোদা শিমুলিয়া এলাকার আইনুল হকের পুত্র। ইব্রাহিমের বাবা আইনুল জানান, দুপুরে পরিবারের অগোচরে ইব্রাহিম বাড়ির উঠানে খেলতে খেলতে নিরুদ্দেশ হয়।তাকে না পেয়ে খোজাখোজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে তার ভাসমান লাশ বাড়ি থেকে দুরে একটি কবর স্থানের বেড়ার সাথে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। শিশু ইব্রাহিম এর লাশ নিয়ে তার পরিবার সদস্যরা শোকের মাতম করছে। বিষয়টি নিশ্চিত করেছেন চরপাকেরদহের ৫নং ইউপি সদস্য মোহাম্মাদ গোলাম হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া শিশু ইব্রাহীমের পেটে পানি ভরা। পেটে পানি ঢুকে ভেসে উঠে। Related posts:ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে ময়মনসিংহে নিহত ৩সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যাকুমিল্লা জুড়ে বিজয় মিছিল, বাঁধভাঙা উল্লাস Post Views: ২৪০ SHARES সারা বাংলা বিষয়: